Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের বিদায়

মো:জুনায়েদ, নর্দান মেডিকেল কলেজ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৮ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৮ PM

bdmorning Image Preview


নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বির নানা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম আখন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর।

শুক্রবার (২১ ডিসেম্বর) বাদ জুমা মরহুমের দ্বিতীয় জানাযা শেষে হাইমচড়ে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রথম জানাযা ঢাকার বনশ্রীতে ছেলে নুর হোসেন পাটয়োরীর বাসায় অনুষ্ঠিত হয়।

জনাব হালিম তসিলদার ৭১'এর মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর জেলার হাইমচড় থানা সংগ্রাম পরিষদের চেয়ারম্যান ছিলেন।পরবর্তীতে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেন।

মৃত্যুকালীন সময়ে তিনি হাইমচড় থানা আওয়ামী লীগের উপদেষ্ঠামন্ডলীয় সদস্য এবং হাইমচড় থানার অন্তর্গত ৬নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চাঁদপুর আলগীবাজার জামে মসজিদ কমিটির সিনিয়র সভাপতি এবং আলগীবাজার ডিগ্রী মাদ্রাসার বিদ্যুৎসাহী দাতা সদস্যও ছিলেন।

তাঁর মৃত্যুতে হাইমচড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

হাইমচড় থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, হাইমচড়ে আওয়ামী লীগের তিনজন বর্ষীয়ান নেতা থেকে থাকলে জনাম আব্দুল হালিম তাদের মধ্যে একজন।

এদিকে তাঁর মৃত্যুতে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রলীগ এবং ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা ছাত্রলীগ আলাদা আলাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেন। 

Bootstrap Image Preview