Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির ওয়েবসাইট বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:০৬ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:০৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আইনশৃঙ্খলাবহির্ভূত উপাদান থাকার দায়ে বিএনপির দলীয় ওয়েবসাইট বিএনপিবাংলাদেশডটকম (www.bnpbangladesh.com)  বন্ধ করে দেয়া হয়েছে। গত সপ্তাহে বন্ধ করা হয়।

নির্বাচন কমিশনে পাঠানো এক ইমেইল বার্তায় এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গত সোমবার নির্বাচন কমিশনে এক লিখিত অভিযোগ জানিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে বিএনপি।

এর জবাবে বিটিআরসি বলছে, দেশের আইনশৃঙ্খলাবহির্ভূত প্রচুর লেখাজোখা রয়েছে ওই ওয়েবসাইটে। কাজেই সাইট চালু করতে নির্দেশ দেয়ার ক্ষেত্রে ইসিকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তারা।

সাইট বন্ধের ব্যাপারে বিটিআরসি বলছে, দুটি গোয়েন্দা সংস্থা এই সাইট বন্ধ করে দিতে আমাদের অনুরোধ করেছে। যে কারণে এটি আমরা বন্ধ করে দিয়েছি।

বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক এই ইমেইল পাঠানোর খবর নিশ্চিত করেছেন।

ইসির চিঠির পর এ প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তারা বলেন, টেলিকম নিয়ন্ত্রক সংস্থাটি একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু তারা সাইটটি খুলে দিতে সবুজ সংকেত দেয়নি।

১২ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সই করা এক চিঠিতে তাদের ওয়েবসাইট ব্লক করে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। সাইটটি খুলে দিতে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

Bootstrap Image Preview