Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী মিছিল থেকে ফেরার সময় বাসচাপায় আ'লীগ নেতা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬ AM

bdmorning Image Preview


বাগেরহাটে নির্বাচনী মিছিল ফেরার পথে বাসচাপায় কামাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ছেন কমপক্ষে ১২ জন।  আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে বাগেরহাটের সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার যশোরদি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির জানান, নিহত কামাল হোসেন (৩৮) বাধাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি কচুয়া উপজেলার যশোরদি গ্রামে।

এদিকে হাসপাতালে ভর্তি হওয়া আহত কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রাসেল, পারভেজ, আবির, বায়জিদ, নুরুল ইসলাম ও হাসিব। তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক।

স্থানীয়রা জানান, বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনী মিছিল থেকে বাড়ি ফেরার পথে নেতাকর্মীদের ওপর বাগেরহাট থেকে মোরেলগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী খান ইন্টারপ্রাইজ-৩ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- চ ১১-২৯৬৯) চালিয়ে দিয়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করতে পারলেও চালকও সহকারী পালিয়ে গেছে।

Bootstrap Image Preview