Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার সংঘর্ষে নিহত বেড়ে ১০, আহত ৩৫ 

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:২৯ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:২৯ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ১০ জন নি হত হয়েছে ও আহত হয়েছে অন্তত ৩৫ জন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় শহর সংলগ্ন হরিদাসপুর ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের এটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর ব্রীজ এলাকায় এসে পৌছলে গোপালগঞ্জ থেকে চন্দ্রদিঘলীয়াগামী যাত্রীবাহী একটি থ্রি-হুইলারের (মাহেন্দ্র) মুখোমুখি সংঘর্ষে বাস ও থ্রি-হুইলার দুটোই মহাসড়ক থেকে ছিটকে পার্শবর্তী গভীর খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু ঘটে। বাসযাত্রীসহ আহত হয় আরও অন্তত ৩৫ জন। 

খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছায় এবং আহতদেরকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্য বিশিষ্ট জেনারের হাসপাতালে পাঠানো হয়। 

গোপালগঞ্জ থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

Bootstrap Image Preview