Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালিককে না জানিয়ে অনলাইনে পছন্দের খাবার অর্ডার করল টিয়া

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১১:৫১ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১১:৫১ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


ম্যারিয়ন উইস্চেনয়স্কির একটি টিয়া পাখি রয়েছে। ওই টিয়া পাখিটি ই- কমার্স জায়ান্ট আমাজনের ওয়েবসাইটে ঢুকে নিজের পছন্দের সব জিনিস অর্ডার দিয়ে ফেলল। আর টিয়াটি যখন ওই কাজটি করল তখন তার মালিক অফিসে। অফিস থেকে বাড়ি ফিরে ওই টিয়ার মালিক বাজার লিস্ট দেখে অবাক। এর পর সব জিনিসের অর্ডার বাতিল করেন তিনি।

আফ্রিকান এই প্রজাতির টিয়া এমনিতেই কথা নকল করতে পারার অসামান্য দক্ষতার জন্য আফ্রিকার গ্রে টিয়া বিখ্যাত।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোকো নামের একটি আফ্রিকার ধূসর রঙের (গ্রে প্যারোট) টিয়া তার মালিকের আমাজনের ভয়েস অ্যাসিটেন্ট অ্যালেক্সাতে পছন্দের স্ন্যাক্স যেমন, তরমুজ, কিসমিস, ব্রকোলি ও রান্নার রেসিপি অর্ডার দিয়েছে। শুধু খাবারই নয় তার সঙ্গে একটি বাল্ব ও ঘুড়িও অর্ডার দিয়েছিল সে।

প্রতিবেদনে বলা হয়েছে, টিয়াটির মালিক ম্যারিয়ন ডেইলি মেইলকে জানান, তার টিয়ার কাণ্ড সম্পর্কে তিনি যখন জানতে পারেন, তিনি পুরোপুরি আশ্চর্য হয়ে যান।

ম্যারিয়ন বলেন, ‘অফিস শেষে বাড়ি ফিরে শপিং লিস্ট দেখে অবাক হয়ে যাই। পরে সব অর্ডার ক্যানসেল করি।’

বিবিসি বলছে, এর আগেও টিয়াটি শিরোনামে এসেছিল। রোকোকে বার্কশায়ারের ন্যাশনাল অ্যানিমেল ওয়েলফেয়ার ট্রাস্ট অভয়ারণ্য থেকে ম্যারিয়নের বাড়িতে পাঠানো হয়েছিল কারণ, সে এতো খারাপ ভাষা ব্যবহার করত যে কর্তৃপক্ষ চিন্তায় ছিলেন হয়ত তার কথা শুনে অন্য পাখিরাও খারাপ ভাষাই শিখবে।

তবে টিয়াটির এমন ব্যবহার সত্ত্বেও ম্যারিয়ন মনে করেন সেই সবথেকে মিষ্টি টিয়া। তিনি বলেন, ‘আগেও আমি কাজ সেরে বাড়ি ফিরলে রোকো রোমান্টিক গান চালিয়ে দিয়েছে।

Bootstrap Image Preview