Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'কাজের মেয়ে' হয়ে আপনাদের সেবা করতে চাই: মতিয়া চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:১১ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে শেরপুর-২ আসনের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ‘কামলি’ (কাজের মেয়ে) হয়ে সেবা করতে চাই।

বুধবার সকালে নকলা উপজেলা ৩নং উরফা ইউনিয়নের কোদাল ধোয়া বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের বিরনের ঘাট, কোদাল ধোয়া বাজার, পিছলাকুড়ি বাজার, তারাকান্দা বাজার, লয়খা উচ্চ বিদ্যালয় মাঠ, বার মাইসা বাজারসহ মোট ১০ নির্বাচনী পথসভায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় তিনি উপস্থিত জনতার মাঝে সরকারের সাফল্য তুলে ধরেন।

তিনি বলেন, অতীতেও আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে সেবা করেছি, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকার গঠন করে কাজের লোকের মত আপনাদের উন্নয়ন করে সেবা করতে চাই।

পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মাহবুবুল আলম সোহাগ প্রমূখ।

Bootstrap Image Preview