Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুলিয়ারচরে আ.লীগ-বিএনপির প্রার্থীদের গণসংযোগ

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৫ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৫ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রার্থী কুলিয়ারচরে গণসংযোগ করেছেন। আজ বুধবার তারা কুলিয়ারচরের বিভিন্ন স্থানে গিয়ে এ গণসংযোগ করেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন সকালে কুলিয়ারচর উপজেলার কুলিয়ারচর বাজারে গণসংযোগ করে ভোটারদের কাছে নৌকা মার্কা  ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেন।

অপরদিকে, বিএনপি মনোনিত প্রার্থী শরীফুল আলম একইদিন বিকেলে কুলিয়ারচর উপজেলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। পরে তিনি একটি উঠান বৈঠকে কর্মীদেরসহ ভোটারদের কাছে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেন।

উঠান বৈঠকে শরীফুল আলম তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের কোন লোক আমার গায়ে হাত দেয়নি, কিন্ত সেদিন তারা আমার পায়ে আঘাত করে। পায়ের আঘাতের কারণে আমি নির্বাচনী প্রচারণা করতে পারছি না। অপরদিকে, আওয়ামী লীগ প্রার্থী অবাধে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আমার নামে মিথ্যা মামলা হামলা করে আমাকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখতে চাইছে। আপনারা ভোটের দিন কেন্দ্র পাহারা দিয়ে নিজের ভোট দেয়ার চেষ্টা করবেন বলে তিনি জানান।

আ.লীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন গণসংযোগকালে বলেন, বিএনপি খুনীর দল, তারা স্বাধীনতায় বিশ্বাসী করে না। বিএনপি ক্ষমতায় আসলে এদেশে জঙ্গিবাদ বেড়ে যাবে, আ.লীগের কর্মীদেরকে খুন করবে। কাজেই তাদেরকে ভোট দিবেন না। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এদেশের মানুষ সুখে থাকে। তাই আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।

আজকের গণসংযোগকালে উভয় দলের নেতাকর্মীরা যার যার প্রার্থীর সাথে ঘুরে ঘুরে ভোট চান।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিএনপির প্রার্থী শরীফুল আলম কুলিয়ারচর এলাকায় নির্বাচনী প্রচারনার সময় পুলিশ ও আ.লীগ কর্মীর আক্রমণে ইটের আঘাতে পায়ে ব্যথা পান। গত ৫ দিন যাবৎ তিনি পায়ের ব্যথায় ও ব্যান্ডেজের কারণে নির্বাচনী প্রচারণা করতে পারছিল না। আজ বুধবার তিনি তার নিজের ওয়ার্ডে ভাঙা পা নিয়েই  নির্বাচনী প্রচার আবার শুরু করেন। তিনি বক্তব্য দেয়ার সময় আবেগময় বক্তৃতা দিয়ে ভোটারদের মন জয় করেন।

Bootstrap Image Preview