Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে অসুস্থ হচ্ছে শিশুরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০১:৫৪ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০১:৫৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কয়েক দিন ধরে সমুদ্রে নিম্নচাপের প্রভাবে সারাদেশেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর ফলে বইছে শীত বেড়েছে। আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনের প্রভাব পড়ছে শিশুদের ওপর। সারাদেশ ঠাণ্ডা-জ্বর, এ্যাজমা, নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

ফলে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে বেড়েছে শিশু রোগী ও মায়েদের ভিড়। এছাড়া মফস্বলেও দেখা যাচ্ছে একই চিত্র।

আবহাওয়ার এই পরিবর্তনের সময় শিশুদের জন্য বাড়তি যত্ন নিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে শীতজনিত রোগ থেকে সুরক্ষা দিতে মোজা, সোয়েটারসহ গরম কাপড় পরিয়ে রাখতে বলা হয়েছে।

একান্ত প্রয়োজন ছাড়া শিশুদের ঘরের বাইরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Bootstrap Image Preview