Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুপুরে খেতে বসে পেলেন মুক্তা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৪১ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৪১ AM

bdmorning Image Preview


খেতে বসে হঠাৎ করেই খাবারে যদি কোনো মুল্যবান বস্তু পেয়ে যান তাহলে অবাক না হয়ে উপায় থাকে না! এমনই ঘটনা ঘটেছে  নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে।

এমনি ঘটনা ঘটেছে নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্ট। নিউ জার্সির বাসিন্দা ৬৬  বছর বয়সী রিক আন্তোশ গ্র্যান্ড সেন্ট্রাল ওয়েস্টার বার ও রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার সময়  হঠাৎ সোনার মতো কোনো পদার্থের সঙ্গে আঘাত অনুভব করেন।

রিক বলেন, 'হঠাৎ করে আমি একটি দাঁত কিংবা ওই রকম দেখতে কোনো পদার্থের ছোঁয়া অনুভব করি।'

তিনি আসলে যা পেয়েছিলেন তা কোনো দাঁত বা ওই ধরনের কোনো পদার্থ ছিল না। এটি ছিল একটি  মূল্যবান মুক্তা!

রিক আন্তোশ মুক্তাটি তার পকেটে রাখেন। এরপর বাড়িতে চলে যান তিনি। বাড়িতে গিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ফোন করে ঘটনাটি জানান। তিনি জানতে চান এ রকম ঘটনা প্রায়ই ঘটে কি-না। 

রিক বলেন, 'আমি ফ্লোর ম্যানেজারকে পেয়ে যাই। তাঁকে জিজ্ঞেস করি কীভাবে এটি ঘটল। জবাবে তিনি জানান, তিনি এখনো এ ধরনের ঘটনা শোনেননি।'

তবে ওই রেস্টুরেন্টের প্রধান শেফ স্যান্ডি ইঙ্গবার নিউ ইয়র্ক পোস্টকে জানান, রেস্টুরেন্টটিতে গত ২৮ বছরে এই ঘটনাটি দ্বিতীয়বারের মতো ঘটেছে। এর আগে সেখানে একটি ডিনারে খাবারের ভেতর মুক্তা পেয়েছিলেন একজন

 তিনি বলেন, 'এটি অত্যন্ত বিরল, তাই এটি আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ।'

আন্তোশ যে খাবারে মুক্তাটি পেয়েছেন তার মূল্য ১৫.৫ ডলার। তবে বিশেষজ্ঞরা বলছেন তিনি যে মুক্তাটি পেয়েছেন তার মূল্য হতে পারে দুই হাজার থেকে চার হাজার ডলারের মধ্যে।

Bootstrap Image Preview