Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনায় নানী-নাতি নিহত

ইলিয়াস হোসেন, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৭ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায় চারা বটতলা মোড়ে গরু বোঝায় ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহী নানী-নাতি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। এসময় মারাত্নক আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে নানা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন, কেশবপুর থানার ভোগোতি গ্রামের সিরাজউদ্দীন মোড়লের পুত্র আব্দুর সামাদের স্ত্রী স্ত্রী ফরিদা খাতুন (৪৫) ও নাতি সাহাদ (১০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পাটকেলঘাটার কুমিরা চারাবট তলার মেসার্স মোল্লা বিকস্ এর ইট তৈরির মাটি রাস্তার পাশে থাকায় গত দু'দিনের বৃষ্টিতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর গড়িয়ে আসে। অন্যদিকে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে চারাবটতলা নামকস্থানে আসলে ভাটার কাদাময় মাটিতে রাস্তা পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

এ সময় পিছনে থাকা গরু বোঝাই ট্রাক (যার নং-ঝিনাইদহ চ-১১-১২১৬) মোটরসাইকেলের আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলে ফরিদা খাতুন ও সাহাদের মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় চালক নানা আব্দুর সামাদকে স্থানীয় লোকনাথ ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

পাটকেলঘাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপ্লব কান্তি মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ছাড়া ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Bootstrap Image Preview