Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে যুবদল-ছাত্রদলের তিন নেতাকর্মীসহ আটক ৫

 রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:০৬ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:০৬ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে যুবদল-ছাত্রদলের তিন নেতাকর্মী এবং চুরি মামলায় একজন  ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। 

আটককৃতদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত মোহাম্মদের ছেলে রাণীনগর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেদারুল ইসলাম (৪৩),কাশিমপুর গ্রামের সুনিল চন্দ্রের ছেলে ছাত্রদল নেতা সুজন কুমার (৩৭), ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে যুবদল নেতা ওয়াসিফ আলী (৪৪) এবং  নওগাঁ জেলা সদরের বিলভবানীপুর গ্রামের শাজাহন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (২৪) ও বনমালীকুড়ি গ্রামের আজাদ হোসেনের ছেলে সুমন আলী (২০)।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে বেদারুল, সুজন ও ওয়াসিফুর রহমানকে সম্প্রতি উপজেলার সরিয়া গ্রামে সেচ্ছাসেবকলীগ নেতা মেহেদি হাসানের  উপর ককটেল হামলা ঘটনার সাথে জরিত সন্দেহে আটক করা হয়েছে। এছাড়া সুমনকে বনমালী কুড়ি এলাকা থেকে ১৫ পিচ ইয়াবাসহ আটক করেছে এএসআই হাফিজুর রহমান এবং আবু বক্কর সিদ্দিককে চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। 

Bootstrap Image Preview