Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে হতাশ মোবাইল রিচার্জ ব্যবসায়ীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:০৩ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:০৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের কমিশন ও ব্যাংকের ব্যাপারে ঘোষণা না থাকায় রিচার্জ ব্যবসায়ীরা হতাশ।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের সংগঠনটি এসব কথা জানান।

বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু এক বিবৃতিতে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের ব্যাপারে কিছুই বলা হয়নি।

তিনি বলেন, এক যুগের বেশি সময় ধরে বিদেশি মোবাইল কোম্পানীগুলো এই দেশের ১২ লক্ষ শিক্ষিত যুবকদেরকে ঠকিয়ে যাচ্ছে। হাজারে মাত্র ২৭ টাকার কমিশন দেয়। ব্যবসায়ীরা হাজারে ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা চায়।

তিনি অারো বলেন, প্রায় ১২ লক্ষ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকে একটি ব্যাংক এর জন্য আবেদন করা ছিল। সেই ব্যাংকের ব্যাপারে কোন নির্দেশনা নেই। রিচার্জ ব্যবসায়ীদের জন্য এমবিএবি ব্যাংক চান মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীরা। প্রতিটা বিকাশ এজেন্ট সিমে লেনদেনের সময় হাজারে ১ টাকা অটো কেটে রেখে দেওয়া যাতে অদূর ভবিষ্যতে অর্থাৎ বৃদ্ধ বয়সে সেই জমানো টাকা দিয়ে ব্যবসায়ী চলতে পারেন তার ব্যবস্থাকরণ। শুধুমাত্র ট্রেড লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যাংক লোনের ব্যবস্থাকরণ।

বুলু আরো বলেন, আগামীকাল মহাজোটের ইশতেহারে আমাদের দাবিগুলোর ব্যাপারে গুরুত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী সেই আশা করছি।  

Bootstrap Image Preview