Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুলেনকে ফেরত দিতে আমেরিকা চিন্তা করছে: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭ AM

bdmorning Image Preview


সম্প্রতি আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। চাভুসওগ্লু বলেন, ট্রাম্প এরদোগানকে জানিয়েছেন তারা গুলেনসহ অন্যান্য ব্যক্তিকে হস্তান্তরের লক্ষ্যে কাজ করছেন।

চাভুসওগ্লু আরো দাবি করেছেন, মার্কিন সরকার তুর্কি ভিন্ন মতাবলম্বী নেতা ফতেহউল্লাহ গুলেনকে আঙ্কারার কাছে হস্তান্তরের বিষয়টি বিবেচনা করছে এবং এ ব্যাপারে দু’দেশের নেতাদের মধ্যে সরাসরি কথা হয়েছে।

২০১৬ সালে তুরস্কে এক ব্যর্থ সেনা অভ্যুত্থান হলে এরদোগান সরকার ওই অভ্যুত্থানে উসকানি দেয়ার জন্য সরাসরি গুলেনকে দায়ী করে তাকে হস্তান্তরের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানায়।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যের আগে মার্কিন নিউজ চ্যানেল এনবিসি গত মাসে জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন গুলেনকে আমেরিকা থেকে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করছে।

Bootstrap Image Preview