Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাপানে রেস্টুরেন্টে বিস্ফোরণ, আহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাপানের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রেস্টুরেন্টটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর সাপোরোতে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

রবিবার সন্ধার বিস্ফোরণটি ঠিক কি কারণে হয়েছে তা স্পষ্ট নয়। তবে হতাহত বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে।

সাপোরো দেশটির উত্তরাঞ্চলীয় হোকাইদো দ্বীপের অন্তর্গত হিরাগিশি জেলার বৃহত্তম শহর। বিস্ফোরণের পর রেস্টুরেন্টটি থেকে প্রচুর ধোয়া বের হতে দেখা যায়। পরে দমকল বাহিনীর কয়েক ডজন কর্মী এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বিস্ফোরণের বিকট আওয়াজ ও আঘাতে পার্শবর্তী ভবনগুলোর জানালা খোসে পড়েছে। রেস্টেুরেন্ট ভবনের গুড়িয়ে যাওয়া অংশ ভবনটির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ওপর পড়ায় সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর গ্যাসের দুর্গন্ধ পাওয়া যায় এবং পরে আশপাশের বাসিন্দাদের একটি আশ্রয় কেন্দ্রে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়। ঘটনাটি এখন তদন্তাধীন রয়েছে বলে জেলা অফিস জানিয়েছে।

Bootstrap Image Preview