Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪০০ দিন পর হঠাৎ খোঁজ মিলল সৌদি ধনকুবেরের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মোহাম্মদ আল আমোদি ইথিওপীয় বংশোদ্ভূত সৌদি নাগরিক। বিশিষ্ট ব্যবসায়ী ও বিশ্বের অন্যতম ধনকুবের। প্রভাবশালী এই ব্যক্তিত্ব হঠাৎই ‘নিখোঁজ’ হয়ে যান। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন তার কোনো হদিস নেই। এমনকি তার কোনো তথ্য জানা নেই তার পরিবারেরও।

একটানা ৪০০ দিন পর আবার হঠাৎ করেই ‘খোঁজ’ মিলেছে। জানা গেছে, সৌদির পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। ‘দুর্নীতি আর ঘুষ’ দেয়ার অভিযোগে বিচারের অপেক্ষায় আছেন তিনি। সৌদি সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার বু­–মবার্গ নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যায় বিশ্বজুড়ে টালমাতাল অবস্থা আমোদির ফিরে আসার খবরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে তার পরিবার ও বন্ধু-স্বজন। দীর্ঘদিন নিজের ব্যবসা-বাণিজ্য থেকে অনুপস্থিতি থাকলেও বিশ্বব্যাপী তার বাণিজ্য সাম্রাজ্য আরও বিস্তৃত হয়েছে। ব্ল–মবার্গের মতে, গত ৪০০ দিনে তার মোট সম্পদের পরিমাণ ৭৬০ কোটি ডলার থেকে বেড়ে ৮৩০ কোটি ডলারে পৌঁছেছে।

Bootstrap Image Preview