Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় বিজয় দিবস পালন করলেন পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৫০ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৫০ PM

bdmorning Image Preview


দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরের সিংড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৮টায় পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। পরে তিনি সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সহকারী কমিশনার (ভূমি) বিপুল কুমার, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনভর কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে, খেলাধুলা, বিজয় র‌্যালি, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

Bootstrap Image Preview