Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয় দিবসে সাংস্কৃতিক গোষ্ঠীর নানা আয়োজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:৫৯ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৩:১০ PM

bdmorning Image Preview


মহান বিজয় দিবস আজ। প্রতি বছরের মত এবারও সাভারের জাতীয় স্মৃতি সৌধ সেজেছে নানা রঙের ফুল এবং শিল্পীর রং তুলির নিপুণ সাজে।শতাধিক পরিচ্ছন্নকর্মী, স্বেচ্ছাসেবক আর শিল্পীদের মাস ব্যাপী পরিশ্রম থাকে এই সৌন্দর্য্য বর্ধনের পেছনে। নিরাপত্তার জন্য আছে পুলিশ, বিএনসিসি, স্কাউট এবং সিসিটিভি ক্যামেরা।

সূর্যোদয়ের সাথে সাথেই সশস্ত্র তিন বাহিনীর গার্ডদের মহড়া এবং সাভার স্মৃতিসৌধের মূলবেদীতে ফুল দিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপ তির শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শুরু হয় আজকের দিনের সকল কর্মসূচী।

১৬ ই ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী নানা কর্মকাণ্ডের আয়জন করে। ঢাকা শহর ভিত্তিক কয়েকটি কার্যক্রম নিম্নে অন্তর্ভুক্ত করা হল।

বুয়েটের বিজয় দিবস প্রদর্শনীঃ

বুয়েট ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে চলমান ২ দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর শেষ দিন আজ। বুয়েটের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনীটি উন্মুক্ত রাখা হয়েছে সকল স্তরের মানুষের জন্য। প্রদর্শনীটি চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

আনোয়ার সিমেন্ট- চ্যানেল আই বিজয় মেলা২০১৮ঃ

আনোয়ার সিমেন্ট এবং চ্যানেল আই এর আয়োজনে বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও শিল্প এলাকার চ্যানেল আই চেতনা চত্তরে আয়োজন করা হয়েছে উৎসবটির।অংশ গ্রহণ করছে সূরের ধার বুলবুল ললিতকল ,ক্যাম্ব্রিয়ান এবং আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। অনুষ্ঠানটি চ্যানেল আই এবং তাদের ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

বিজয় দিবসে শিল্পকলার আয়োজনঃ

১৬ডিসেম্বরকে কেন্দ্র করে দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১৫ ডিসেম্বর বিকাল ৫ টায় একাডেমি রনন্দন মঞ্চে প্রথমদিনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

আজ সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও আজ বিকাল ৫ টায় একাডেমির নন্দন মঞ্চে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৬ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনের এই অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুজিব পরদেশী, চন্দনা মজুমদার, নবীন কিশোর গৌতম, পুলক, স্বরণ, পারভেজ, রেশমী, মিলন বাউল এবং জামিল বাউল।

নৃত্য পরিচালক রনী চৌধুরী পরিচালনায় ৬টি নৃত্য পরিবেশিত হবে। এছাড়াও থাকবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শান্তা জামান।

Bootstrap Image Preview