Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলি সেনাপ্রধানের গোপনে ২ বার আমিরাত সফর!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM

bdmorning Image Preview


ইসরাইল সেনাপ্রধান গাদি আইজেনকোট গতমাসে গোপনে দু’বার সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে দখলদার ইসরাইলের স্বার্থ রক্ষাকারী প্রভাবশালী প্রেসার গ্রুপ- আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের প্রধান মর্ট ফ্রিডম্যান এ তথ্য জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে বেশ কিছু আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে গোপন সম্পর্ক প্রকাশ করে দেয়ার নীতি গ্রহণ করেছে। গত মাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওমান সফরে গিয়ে দেশটির সুলতান সাইয়িদ কাবুসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া, ইসরাইলি গোয়েন্দামন্ত্রী ইসরাইল কাত্‌জ একই মাসের গোড়ার দিকে ওমান সফর করেন।

ইসরাইলি সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ আইজেনকোট এসব সফরে আবু ধাবির যুবরাজ ও আরব আমিরাতের সেনাবাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানসহ সেদেশের বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।

শেখ মোহাম্মাদের সঙ্গে আইজেনকোটের সাক্ষাতে সংযুক্ত আরব আমিরাত কুদস দখলদার ইসরাইলের কাছ থেকে সমরাস্ত্র ক্রয়ের চুক্তি হয়েছে বলেও জানিয়েছেন আইপ্যাকের চেয়ারম্যান।  এ ছাড়া, এসব সাক্ষাতে আরব আমিরাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ইসরাইল সফরের উপায় নিয়েও আলোচনা হয়।

Bootstrap Image Preview