Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় সামরিক অভিযান থেকে বিরত থাকুন: তুরস্ককে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৫৬ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:০৯ PM

bdmorning Image Preview


সিরিয়ায় নতুন করে অভিযান শুরু করার যে ঘোষণা আঙ্কারা দিয়েছে তা ব্রাসেলসে উদ্বেগ তৈরি করেছে। তাই সিরিয়ায় একক কোনো সামরিক পদক্ষেপ নেয়া থেকে তুরস্ককে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

এ ধরনের অভিযানে সিরিয়ায় মোতায়েন পশ্চিমা সন্ত্রাস বিরোধী জোটের কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

এ ধরনের একতরফা অভিযান সিরিয়ার পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মোগেরিনি শনিবার এক বিবৃতিতে বলেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযানের খবর উদ্বেগজনক।

মোগেরিনি বলেন, সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নেতৃত্বাধীন সন্ত্রাসবাদের অবসান ঘটানোর জন্য পাশ্চাত্য যে চেষ্টা চালাচ্ছে তুরস্কের উচিত তাতে সহযোগিতা করা।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা করেন, তার দেশ সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে অচিরেই সামরিক অভিযান শুরু করবে। ওয়াইপিজি’র প্রতি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন রয়েছে।  মার্কিন সরকার এরদোগানের ওই ঘোষণার নিন্দা জানানোর পর ইউরোপের পক্ষ থেকে সম্ভাব্য ওই অভিযান না চালানোর জন্য আহ্বান জানানো হলো।

Bootstrap Image Preview