Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সূর্যের সবচেয়ে কাছে গিয়ে তোলা ছবি সামনে আনলো নাসা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৫ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


সূর্যের আশেপাশে ঘুরে নতুন নতুন ছবি ও তথ্য আনবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্কার সোলার প্রোব যান। সূর্যের অনেক কাছে যেতে সক্ষম এই যানটি। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে সেই যান।

এর আগেও ছবি পাঠিয়েছে নাসার এই মহাকাশ যানটি। তবে এবার আরও কাছে পৌঁছে গেছে যানটি। এত কাছে আগে কোনও মহাকাশযান যেতে পারেনি। সেখান থেকে ছবিও পাঠাচ্ছে।

৩১ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত মহাকাশযানটি ছিল সূর্যের পৃষ্ঠদেশ থেকে মাত্র ২৭.২ মিলিয়ন কিলোমিটার দূরে। সূর্যের অ্যাটমোস্ফিয়ার ‘করোনা’তেও ঢুকে পড়ে এটি। সেখান থেকে এসে পৌঁছেছে প্রথম ছবি।

চলতি সপ্তাহে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের একটি সম্মেলনে সেই ছবি প্রকাশ করেছে নাসা। ওই মহাকশযানে থাকা 'Wide-field Imager for Solar Probe' নামের ক্যামেরায় তোলা হয়েছে ছবিটি।

সূর্যের আবহাওয়ার অনেক রহস্য রয়েছে। সেগুলি সমাধান করতেই এই বিশেষ অভিযান নাসার।

এই ধরনের অভিযানের জন্য গত ৬০ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ২০১৯ সালের এপ্রিলে ফের করোনাতে যাবে এই যান। ২০২৫ সাল পর্যন্ত জারি থাকবে এই অভিযান।

Bootstrap Image Preview