Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই

মোঃ সোহেব, দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৫ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


দৌলতখানের ছোটদলী ২ নং ওয়ার্ডের নুরু মিয়ার হাট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তিন লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন বাড়ির মালিক।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাড়ির মালিক সূত্রে জানা গেছে, দৌলতখান সৈয়দপুর ২ নং ওয়ার্ডের নুরুমিয়ার হাট বাজারের উপরের পান দোকানদার রতনের ছেলের বসতঘরে বৈদ্যুতিক মিটারের বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহুর্তের মধ্যে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে বসত ঘরটিতে। এতে তাদের পড়নের কাপর ছাড়া সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এবং  ঘরের টিভি, স্বর্ণ অলংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও যাবতীয় সরঞ্জামসহ তিন লক্ষ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায়। 

এ ব্যাপারে দৌলতখান ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, খবর পেয়ে সাথে সাথে মেয়ারহাট নামক স্থানে গেলে স্থানীয়    একজন ফোন করে জানান সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।  
 

Bootstrap Image Preview