Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে এক রশিতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৬ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০৩ PM

bdmorning Image Preview


শেরপুরের শ্রীবরদীতে একই গাছের ডালে ঝুলে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। প্রেমিকের নাম মনির হোসেন (২৬) ও প্রেমিকা কল্পনা আকতার (২২)।

আজ শুক্রবার সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পশ্চিম পিরিচপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। দু’জনেই গলায় একই রশি বেঁধে একটি জামবুড়া গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।   

এলাকাবাসী ও  পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কাকিলাকুড়া পশ্চিম পিরিচপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মনির হোসেন এক সন্তানের জনক। অপরদিকে একই গ্রামের বাসিন্দা আব্দুল করিমের মেয়ে কল্পনা বেগম। দু'জনের মধ্যে বিয়ের আগে থেকেই চলছিল প্রেম। সম্প্রতি কল্পনার অসম্মতিতে হিম্মত আলী নামে এক যুবকের সাথে বিয়ে হয় তার। এরপর থেকে তাদের মধ্যে যোগাযোগ কমে যায়।

দীর্ঘদিন পর বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে ওই প্রেমিক যুগল মিলিত হয় এবং ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী আব্দুল খালেকের বাড়ির পাশে জামবুড়া গাছের ডালে গলায় দু’জনে এক রশি বেঁধে ঝুলে পড়ে। এতে সেখানেই তাদের মৃত্যু হয়। সকালে আশপাশের লোকজন তাদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা দুজন দুজনকে না পাওয়ার বিরহেই আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান জানান, বিয়ের পর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। তবে ঘটনার ওই রাতে দুজন মিলিত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রহুল আমিন তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview