Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ. কোরিয়া থেকে বাংলাদেশে সরাসরি রেমিটেন্স প্রেরণ সার্ভিস চালু

দাস সজীব, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৫৭ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৫৭ PM

bdmorning Image Preview


দক্ষিণ কোরিয়ার সর্বাধিক জনপ্রিয় ও  প্রধান নন-ব্যাংকিং রেমিটেন্স কোম্পানি জিএমই রেমিটেন্স বাংলাদেশে সরাসরি রেমিটেন্স প্রেরণ সার্ভিস চালু করল। প্রতিষ্ঠানটির এ কার্যক্রমে সহযোগিতা করছে ডাচ-বাংলা ব্যাংক।

এরআগে কোরিয়া থেকে রেমিটেন্স প্রেরণে বাংলাদেশীদের অনেক বেগ পোহাতে হত। ব্যাংক ডিপোজিটে রেমিটেন্স জমা হতে সময় লাগত ২ থেকে ৩ দিনে। আর এখন দ্রুত সময়ের মাধ্যমে মাত্র ১ দিনেই সারা বাংলাদেশের যেকোন একাউন্টে রেমিটেন্স পাঠানো যাচ্ছে। আর ডাচ-বাংলা ব্যাংক এ প্রেরণ করলে তাৎক্ষণিকভাবেই পৌঁছাচ্ছে বাংলাদেশে।

ধারণা করা হচ্ছে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে আমূল পরিবর্তনকারী এই সার্ভিসে বৈধ রেমিটেন্স প্রেরণকারী বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধিও বেগবান হবে এবং বৃদ্ধি পাবে কোরিয়া হতে আহরিত রেমিটেন্সের পরিমাণ।

Bootstrap Image Preview