Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিরাপত্তা পরিষদের প্রস্তাব আরো বেশি লঙ্ঘন করতে চায় আমেরিকা: জারিফ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview


নিরাপত্তা পরিষদের প্রস্তাব আরো বেশি লঙ্ঘন করতে চায় আমেরিকা এমন অভিযোগ করেছে ইরান। গতরাতের বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে পম্পেওর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

বৃহস্পতিবার সকালে তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, আমেরিকা ও তার মিত্ররা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে নিরাপত্তা পরিষদের বাতিল হয়ে যাওয়া ১৯২৯ নম্বর প্রস্তাবকে দলিল হিসেবে উপস্থাপন করছে।

জারিফ আরো লিখেছেন, পম্পেও প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই পরিষদের প্রস্তাব যথাযথভাবে বাস্তবায়নের দায়ে একটি দেশকে শাস্তি দিতে চান।

বুধবার রাতে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একটি প্রতিবেদনের পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। পাশ্চাত্যের সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুমোদন করে  ওই বছরই ২২৩১ নম্বর প্রস্তাব গৃহিত হয়েছিল।

Bootstrap Image Preview