Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাইম ম্যাগাজিনে বর্ষসেরা ব্যক্তিত্বে খাসোগিসহ চার সাংবাদিক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৭:৪২ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৭:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চলতি বছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগিসহ আরো চার সাংবাদিক। মঙ্গলবার সবমিলিয়ে বিশ্বের আলোচিত চার সাংবাদিককে ২০১৮ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব (টাইম পারসন অব দ্য ইয়ার) ঘোষণা করেছে ঐতিহ্যবাহী টাইম ম্যাগাজিন।

টাইম ম্যাগাজিনের এবারের ‘পারসন অব দ্য ইয়ার’ তালিকায় উঠে এসেছেন নিহত  সৌদি সাংবাদিক জামাল খাসোগি ও  রয়টার্সের মিয়ানমারের দুই সাংবাদিক। এছাড়া  ফিলিপাইনের নিউজ পোর্টাল র‍্যাপলারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মারিয়া রেসও এ তালিকায় স্থান পেয়েছেন।

মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর হামলা, ধর্ষণ ও নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে প্রতিবেদন করায় গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত হন রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সো ও। 

অন্যদিকে সৌদি যুবরাজ ও রাজপরিবারের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাসোগি তুরস্কের সৌদি দূতাবাসে  গত ২ অক্টোবর নির্মমভাবে খুন হন।

ফিলিপাইনের নিউজ পোর্টাল র‍্যাপলারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মারিয়া রেসকেও ‘পারসন অব দ্য ইয়ার’  তালিকায় রেখে সম্মানিত করেছে টাইম ম্যাগাজিন।

প্রসঙ্গত,  প্রতিবছর বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও কাজের স্বীকৃতিস্বরূপ এই তালিকা প্রকাশ করে থাকে টাইম ম্যাগাজিন।

Bootstrap Image Preview