Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারের প্রশংসা করে কড়া সমালোচনার মুখে টুইটার প্রধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ PM

bdmorning Image Preview


রোহিঙ্গা মুসলিমদের নীপিড়নকারী মিয়ানমারের প্রশংসা করায় কড়া সমালোচনার মুখে পড়েছেন টুইটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরসে। এর আগে নভেম্বরে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন।

গত এক মাস আগে টুইটার প্রধান জ্যাক মিয়ানমার সফরে যান। তারই প্রেক্ষিতে মিয়ানমার সফরের চমৎকার কথা নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন।

জ্যাক বলেছেন, মিয়ানমার চমৎকার একটি দেশ, এখানকার মানুষজন আনন্দে ভরপুর এবং খাবারও অনেক অসাধারণ।

এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার প্রধানের কড়া সমালোচনা করে শুরু হয় কটাক্ষ।

কেউ বলেছেন, জ্যাক ডরসি বোধহয় কানা, কিছু দেখেন না। মিয়ানমারে জাতিগতভাবে এতো অত্যাচার চালাচ্ছে কিন্তু জ্যাকের তা চোখে পড়েনি।

আবার অন্য কেউ বলেছেন, টুইটার প্রধানের কাছ থেকে এমন বক্তব্য আশা করিনি।

জ্যাক ডরসি মেডিটেশন করার জন্য গত মাসে মিয়ানমার সফরে যান। তিনি দেশটি প্রশংসা করলেও সারা বিশ্বব্যাপী যখন রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর জন্য মিয়ানমারের ওপর বিভিন্ন চাপ দেওয়া হচ্ছে তা নিয়ে কিছু বলেননি।

Bootstrap Image Preview