Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্টাফদের সঙ্গে যেভাবে যোগাযোগ করেন রাণী দ্বিতীয় এলিজাবেথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪ AM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪ AM

bdmorning Image Preview


রাণী দ্বিতীয় এলিজাবেথ বেশ কয়েকটি ইঙ্গিতের মাধ্যমে স্টাফদের সঙ্গে যোগাযোগ করেন। এসব ইঙ্গিত সম্পর্কে জানলে আপনি হয়তো কিছুটা অবাক হবেন।

চলুন দেখে নেয়া যাক রাণী এলিজাবেথের যোগাযোগ প্রক্রিয়া-

ব্যাগের হাত পরিবর্তন

আপনি রাণী দ্বিতীয় এলিজাবেথের বেশকিছু ছবি দেখলেই তার ব্যাগ হাতে রাখার অভ্যাসের বিষয়টি বুঝতে পারবেন। তিনি সবসময় বাঁ বাহুতে ব্যাগ রাখেন। কিন্তু যখনই তিনি ব্যাগের হাত পরিবর্তন করেন, তখন বুঝতে হবে তিনি ভিন্ন কিছু বোঝাতে চাচ্ছেন। বিশেষ করে কারও সঙ্গে কথোপকথনের সময় ব্যাগ রাখার হাত পরিবর্তন করলে স্টাফদের মধ্যে একটি বার্তা পৌঁছে যায়। ব্যাগের হাত পরিবর্তনের মানে হলো, তিনি চাচ্ছেন কোনও একজন স্টাফ কথোপকথের মাঝখানে এসে কিছু বলুক যেন এটা দ্রুত শেষ হয়ে যায়। অর্থাৎ তিনি এই কথোপকথন আর বেশিক্ষণ চালিয়ে যেতে চাচ্ছেন না।

হাতব্যাগ টেবিলের ওপর রাখা

রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সবসময়ই তার হাতব্যাগ থাকে। তিনি হাত থেকে এই ব্যাগ টেবিলের ওপর রাখেন তার স্টাফদের বার্তা দেয়ার জন্য। তিনি যখন তার ব্যাগ টেবিলের ওপর রেখে দেন, তখন বুঝতে হবে তিনি পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে তার খাবার পর্ব শেষ করবেন।

হাতব্যাগ মেঝেতে রাখা

রাণী তার হাতব্যাগ মেঝেতে রাখলে স্টাফরা বুঝতে পারেন, তিনি এই পরিস্থিতি পছন্দ করছেন না। এক্ষেত্রে কাউকে পাঠানো হয় রাণীকে এই অবস্থা থেকে মুক্ত করার জন্য।

Bootstrap Image Preview