Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সানাইকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০২:২৮ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০২:২৯ PM

bdmorning Image Preview
ছবিঃ আবু সুফিয়ান জুয়েল


ঢাকাই চলচ্চিত্রের নবাগতা নায়িকা সানাই মাহবুব সুপ্রভা। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে জোর আলোচনা চলছে। তবে এসব সমালোচনাকে তোয়াক্কা না করলেও আতঙ্কে দিন কাটাচ্ছেন নায়িকা। তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে আমির হোসেইন ও রেনন হায়দার নামে দু’জন ভিন্ন ব্যক্তি।

ফেসবুক থেকে ঘটনার সূত্রপাত। সানাইয়ের ব্যবহৃত ফেসবুক আইডিটি হ্যাক করেন তারা। প্রথম আইডি হ্যাক করার পর দ্বিতীয় একটি আইডি খুলেন সানাই। কিন্তু সেটিও হ্যাকারদের আওতায় চলে যায়। আইডি ফেরাতে হ্যাকারদের সাথে যোগাযোগ করেন এই অভিনেত্রী। তখন তাকে নানা বাজে প্রস্তাব দেয়া সহ বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয় হ্যাকাররা।

এ প্রসঙ্গে সানাই জানান, ‘তারা আমার সাথে দেখা করতে চান। তবে দেশে না, আমির হোসেইন ভারতে এবং রেনন হায়দার পাকিস্তানে দেখা করার প্রস্তাব দেন। শুধু তাই না আমি আমার আইডি ফেরত চাইলে তারা আমার কাছে ১ লাখ করে দু’জন ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।’

এ বিষয়ে গেলো ০৩ ডিসেম্বর বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন সানাই। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘আমার ফেসবুক আইডি সুপ্রভা মাহবুব সানাই সেপ্টেম্বর মাসে ওপেন করেছি। এই আইডিটি আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে আসছি। গত ০১/১২/২০১৮ইং-৩০/১১/২০১৮ ইং তারিখে আমির হোসেইন নামে একটি আইডি থেকে ম্যাসেজ দিয়ে অশোভন কথাবার্তা লিখেছে এবং আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। এছাড়া আমার ছবি ব্যবহার করে বিভিন্ন গ্রুপে নানা রকম পোস্ট দিচ্ছে।’ সাধারণ ডায়েরি ছাড়াও সাইবার সিকিউরিটি ও ক্রাইম ডিভিশনে একটি মামলা করেছেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগে ‘ময়নার ইতিকথা’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন সানাই। তাকে ঘিরেই ছবির গল্প। নারী কেন্দ্রিক এই ছবিতে ‘ময়না’ চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ছবিটির কাহিনীকার ও পরিচালক তরুণ নির্মাতা বাবু সিদ্দিকী। ছবির সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন আহমেদ ইউসুফ সাবের। খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে।

Bootstrap Image Preview