Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় সেনসরি ও কমিউনিকেশন বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ PM

bdmorning Image Preview
ছবি:বিডিমর্নিং


দেবহাটায় ২ দিনব্যাপী প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের নিয়ে সেনসরি ও কমিউনিকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে লিলিয়ানা ফন্ডস্’র সহযোগীতায় হাদিপুর কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় যে সকল প্রতিবন্ধী শিশুর যোগাযোগ ও অনুভূতির সমস্যা তাদের সেনসরি ও কমিউনিকেশন বাড়াতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আর এতে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ২৫জন অভিভাবকরা অংশ নেন।

২দিনের প্রশিক্ষণটি প্রদান করেন ফিজিও থেরাপিষ্ট মোঃ আকসাফুল ইমান। এদিকে সমাপনি কর্মশালায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিআরআরএ’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়ামিন।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ ধরনের প্রশিক্ষন বেশি বেশি দরকার। প্রশিক্ষনের অভিজ্ঞতা বাস্তবে কাজে লাগিয়ে প্রতিবন্ধীরা সমাজের সম্পদে পরিণত করতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার দেবাশীষ ঘোষ, সুপারভাইজার প্রতাব কুমার পাল, রামপ্রসাদ মিস্ত্রি প্রমুখ।

Bootstrap Image Preview