Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুর বাজারে বহুতল ভবন ভেঙে দিল প্রশাসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৪০ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৪০ PM

bdmorning Image Preview


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর জেলার শ্রীপুর পৌর শহরের শ্রীপুর বাজারে পশু হাসপাতাল রুটে একটি বহুতল ভবন ভেঙে দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।

রবিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা'র নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল তিন তলাবিশিষ্ট ওই ভবনটি উপর থেকে ভাঙে ফেলেন।

শ্রীপুর বাজারের ব্যবসায়ী ও দলিল লেখক মোঃ মুবিন গত দুই বছর আগে ভবনটি নির্মাণ করেন। ভবনটির কাজ শেষ হতে না হতেই ভবনটি ভেঙে ফেলা হয়েছে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাতেমা-তুজ-জোহরা সাংবদিকদের জানান, সম্পূর্ণ সরকারী তথা খাস জমির উপর ভবনটি নির্মাণ করা হচ্ছিল। তা ছাড়া ওই ভবন নির্মাণের কোন অনুমতি ছিল না। কাগজপত্র যাচাই-বাছাই ও ভবন এলাকা সরেজমিন পরিদর্শন করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরপর তিনটি উচ্ছেদ নোটিশ নির্মাণাধীন ভবনের মালিককে দেয়া হয়। কিন্তু তিনি এসবে কর্ণপাত না করে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে গাজীপুর জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

নির্মাণাধীন ভবনটির মালিক মোঃ মুবিন জানান, গাজীপুরের ভাওয়াল কোর্ডস অফ ওয়ার্ড থেকে পত্তন এবং পরবর্তী সময়ে পত্তন পাওয়া ব্যক্তির কাছ থেকে তার বাবা বীর মক্তিযোদ্বা মোঃ হাবিবুর রহমান সাব কবলা দলিলের মাধ্যমে প্রায় সাড়ে তিন শতক জমি ক্রয় করেন। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে তারা এখানে বসবাস করে আসছেন। মামলা করার পরও প্রশাসন তাদের জায়গায় নির্মাণাধীন ভবন ভেঙে ফেলছে। ভবন ভাঙার আগে মালামাল সরানোর কোন সময় দেওয়া হয়নাই ভবন ভাঙ্গার শ্রমিকরা ভবনের দলিলপত্র, আসবাবপত্রসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে গেছে।

Bootstrap Image Preview