Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজদিখানে সরকারি রাস্তা কেটে বসতবাড়িতে বালু ভরাট

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:১৪ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:১৪ PM

bdmorning Image Preview


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিত পাড়া গ্রামে সরকারি রাস্তা কেটে ও জমির ফসল নষ্ট করে বসতবাড়িতে বালু ভরাটের অভিযোগ পাওয়া গেছে কোলা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মিরাজ শেখ ও তার বোনের দেবর মোঃ আক্তার হোসেনের বিরুদ্ধে। এমনকি ওই গ্রামের প্রায় ২০টির অধীক সদ্য রোপিত আলুর জমির ফসল নস্ট করে ট্রাক দিয়ে বালু নেওয়ারও অভিযোগ করেন কৃষকরা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া ব্রিজের নিচের রাস্তার মাটি কেটে ভরাটকৃত বালুর ট্রাক চলাচলের জন্য মাটি সরিয়ে ফেলা হয়েছে। রাস্তাটির মাটি কেটে সরিয়ে ফেলার কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বালুভর্তি ট্রাক আনা নেওয়ার কারণে রাস্তার দুপাশে থাকা প্রায় ২০টিরও অধীক আলুর ফসলি জমি নষ্ট করা হয়েছে। এতে করে ওই এলাকার কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়ে পরেছেন। এমনকি ওই রাস্তা দিয়ে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে প্রায় হাজারো মানুষ।

কৃষকরা জানান, মিরাজ মেম্বার ও তার বোনের দেবর আক্তার আমাদের বোনা আলু ক্ষেতের উপর দিয়ে বালুভর্তি ট্রাক নিয়ে আমাদের ফসল নষ্ট করেছে। মেম্বার সাহের কয়েকজেনর কাছ থেকে অনুমতি নিলেও সবার কাছ থেকে ক্ষেতের উপর দিয়ে ট্রাক নেওয়ার অনুমতি নেন নি। ব্রীজের নিচ থেকে মাটি কেটে সরানোর কারণে আমরা রিক্সা, ভ্যান, মোটর সাইকেল দিয়ে চলাচল করতে পারছি না।

কোলা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মিরাজ শেখ জানান, আপনার কাছে কে বলেছে যে কৃষকদের ফসল আমি নষ্ট করেছি এবং রাস্তার মাটি কেটেছি। আমরা কৃষকদের কাছ থেকে অনুমতি নিয়েই বালুর ট্রাক নিচ্ছি। আর ব্রীজের একপাশের মাটি সরানো হয়েছে। পরে আবার ভরে দেওয়া হবে। আপনার কাছে  কি আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি।

কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর লিয়াকত আলী জানান, আমি মিরাজ মেম্বারকে জিজ্ঞেস করেছি। সে বলেছে বালু নেওয়া শেষ হয়ে গেলে রাস্তার মাটি পুনরায় ভরাট করে দেবে।

Bootstrap Image Preview