Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনায় নারী পুলিশসহ আহত ২০

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৩২ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


ঝালকাঠির রাজাপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর বহনকারী একটি বাস দুর্ঘটনায় নারী পুলিশসহ ২০ পুলিশ সদস্য আহত হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার নৈকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল খায়ের রাসেল জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে শব্দ শুনে বের হয়ে দেখতে পায় পুলিশ বহনকরা গাড়ি (চট্রগ্রাম জ-০০৭৯) রাস্তার পাসে থাকা গাছের সাথে আটকে আছে। আর এতে অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, বরিশাল মেট্টোপলিটন পুলিশ সদস্যরা খুলনা থেকে ফায়ারিং শেষ করে বরিশালে ফেরার পথে উপজেলার নৈকাঠি এলাকায় পৌঁছলে বাসের সামনের চাকা খুলে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগলে গাড়ি ধুমরে মুছরে যায়। আর এতে প্রায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়।

আহতরা হলেন- এএসআই হাফিজ, কনেষ্টবল মাহফুজ, লিমা, সুরাইয়া, আফরোজা, সুরমা, মরিয়ম, ময়না, সনিয়া, তামান্না, শামীমা, তন্নিসহ প্রমুখ।

Bootstrap Image Preview