Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

খুলনা মহানগরের পুলিশ কমিশনারকে প্রত্যাহারে চিঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:৫৫ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:৫৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


খুলনা মহানগরের পুলিশের (কেএমপি) কমিশনার হুমায়ুন কবীরকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আজ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে এ চিঠি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হচ্ছে জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, সব কারণ তো বলা সম্ভব নয়। তবে কমিশন মনে করেছে তাকে প্রত্যাহার করা জরুরি। সে জন্যই তাকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমার কাছে এখনও খুলনা মহানগরের পুলিশ কমিশনারের প্রত্যাহারের বিষয়ে কোনো ফাইল আসেনি। তবে আমি শুনেছি এমন একটি চিঠি নির্বাচন কমিশন পাঠিয়েছে, এটা এখনো শোনা কথা। হয়তো রবিবার এ-সংক্রান্ত কিছু হাতে পেতে পারি।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের পুলিশ ও প্রশাসনের ৯২ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে দেওয়া তালিকায় খুলনা মহানগর পুলিশের কমিশনার হুমায়ুন কবীরের নাম ছিল। একাদশ সংসদ নির্বাচনে সবার সমান সুযোগ সৃষ্টির জন্য দেওয়া হয় তালিকাটি।

Bootstrap Image Preview