Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন 

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:২১ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:২১ PM

bdmorning Image Preview


ভৈরবে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মুরাদ মিয়ার (৬৫) মৃত্যু হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় উপজেলার চাঁনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর পর রাত ৮ টার দিকে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক খবর পেয়ে ভৈরব থানা পুলিশ নিহতের লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে মুরাদ মিয়া ও তার ছোট ভাই আসলাম বাড়ির পানির লাইন নিয়ে ঝগড়া শুরু করে। এসময় তার ছোট ভাই আসলাম লাঠি দিয়ে বড় ভাই মুরাদ মিয়াকে আঘাত করলে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে তানি জানায়, বাড়ির পানির লাইন নিয়ে ঝগড়ার সময় আমার বাবাকে চাচা মুরাদ লাঠি দিয়ে আঘাত করলে সে মৃত্যুবরণ করে।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  বাহারুল খাঁন বাহার জানান, নিহতের স্ত্রী নাদিরা খাতুন থানায় এসে মৌখিক অভিযোগ করলে পুলিশ নিহতের লাশ থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview