Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে ট্রান্সফরমার ও তার চুরি প্রতিরোধে পল্লী বিদ্যুতের মাইকিং 

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৪১ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৮:০৩ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রান্সফরমার ও তার চুরির প্রতিরোধে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করেছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ফেঞ্চুগঞ্জ সাব-জোনাল অফিস।

শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে পল্লী বিদ্যুৎ ফেঞ্চুগঞ্জ সাব-জোনাল অফিস কর্তৃপক্ষ এ মাইকিং করেন।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, শীত মৌসুমে হঠাৎ করে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ফেঞ্চুগঞ্জ সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় নির্মিত বৈদ্যুতিক লাইন থেকে ব্যাপক হারে ট্রান্সফরমার ও তার চুরি সংঘটিত হচ্ছে। এতে সমিতি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সহ চুরিকৃত ট্রান্সফরমারের আওতায় গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। 

ট্রান্সফরমার ও তার চুরি প্রতিরক্ষার্থে গ্রাহকদের উদ্দেশ্যে ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একজন কর্মকর্তা জানান, ট্রান্সফরমার ও তার নিজেদের সম্পত্তি বিবেচনা করে নিজ এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে। রাত্রিকালীন সময়ে বিদ্যুৎ চলে গেলে সঙ্গে সঙ্গে টর্চ লাইট দিয়ে বাড়ির কাছের ট্রান্সফরমারটি দেখতে হবে। তিনি আরও বলেন, লাইনের কাছে অপরিচিত লোকজনের সন্দেহজনক ঘোরাফেরা দেখা গেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে।  

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ সাব-জোনাল অফিসের এজিএম মো. মহিউদ্দিন বলেন, গতকিছু দিন ধরে ব্যাপক হারে ট্রান্সফরমার চুরির চেষ্টা চালানো হয়েছে। গত পাঁচ দিন আগে মানিকোনার বন্দর পাড়ায় একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। নিজেদের সম্পত্তি বিবেচনা করে গ্রাহকদের ট্রান্সফরমার ও তার পাহারার ব্যবস্থা করতে হবে। 

Bootstrap Image Preview