Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বাধীনতার পর থেকেই ভোট দেন না এই ইউনিয়নের নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:৫০ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্বাধীনতার পর থেকেই ভোট দিতে ভোটকেন্দ্রে যান না একটি ইউনিয়নের নারীরা। এক মহিলা পীরের নির্দেশ মান্য করতেই তাদের এই প্রয়াস। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের নারীরা এই নির্দেশ পালন করে আসছেন। নারী ভোটার রয়েছে ১২ হাজার ১১৪ জন।

জানা জায়, এই দীর্ঘ সময়ে অনুষ্ঠিত স্থানীয় কিংবা জাতীয় কোনও নির্বাচনেই তারা ভোট দেননি। প্রতিদিনের প্রয়োজনে ঘর থেকে বেরোলেও ভোটকেন্দ্রে যান না এসব নারীরা। ফলে জনপ্রতিনিধি নির্বাচনে কোনও ভূমিকা রাখতে পারেন না তারা।

এক মহিলা পীরের নিষেধের কারণে স্বাধীনতার পর থেকেই এখানকার নারীরা ভোট দিতে যান না। স্থানীয় লোকজনও তাদেরকে ভোট দিতে উদ্বুদ্ধ করেনি। তবে বেশ কয়েকবার তাদের ভোটকেন্দ্রে নেয়ার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি।

নির্বাচনের দিন ঘরে বসেই সময় কাটে এই ইউনিয়নের নারীদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও এই ইউনিয়নের নারীরা ভোট দিতে যাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে স্থানীয় মহল।

রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসকান্দার জানান, একটি গুজব থেকেই এই অবস্থার সৃষ্টি হয়েছিল। তবে এখন অবস্থার পরিবর্তন ঘটেছে। আশা করা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে যাবেন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করা হবে। নারী ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন, কমিশনের পক্ষ থেকে সেই ব্যবস্থা করা হবে।

Bootstrap Image Preview