Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৮:০৬ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৮:০৬ PM

bdmorning Image Preview


শ্বশুর বাড়ি থেকে রিমা আক্তার (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ।

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাতুরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিমা সাতুরিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. হাবিবুর রহমানের স্ত্রী এবং উপজেলার পূর্বফুলহার গ্রামের মোদাচ্ছের আলী আকনের মেয়ে।

এ ঘটনার পর থেকে নিহতের দেবর বরকত হোসেন গা ঢাকা দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিমা আক্তার শ্বশুর শাশুড়ির সঙ্গে এক ঘরে বসবাস করতেন। রাতে সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে রিমাকে ঘরের আড়াইয়ের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ যাওয়ার আগেই তারা রিমার লাশ আড়াই থেকে নিচে নামিয়ে রাখে।

রিমার বড় ভাই ছোলায়মান ইসলাম পারভেজ অভিযোগ করেন, রিমা আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। কারণ খাটের পাশে একফুট দূরত্বে ঘরের বেড়ার সাথে কাপড় রাখার স্থান। সেখানে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করার মতো কোন জায়গা নেই। বাঁচার জন্য তাঁর চারপাশে হাত দিয়ে ধরার অনেক কিছু ছিল। লাশ উদ্ধারের পরপরই রিমার দেবর বরকত হোসেন গা ঢাকা দিয়েছে। রিমার শ্বশুর বাড়ির লোকজন একটি চিঠি স্থানীয়দের কাছে বিতরণ করেন। তাতে লেখা আছে লাশের ময়নাতদন্ত যেন না করা হয়। এসবগুলোই ষড়যন্ত্র বলে দাবি করেন নিহতের ভাই। তিনি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশের কাছে অনুরোধ করেন।

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, রিমা আক্তারের মৃত্যু সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview