Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪০

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৮ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের লাখাইয়ে হত্যা মামলা সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট উপজেলার হুসেইনপুর গ্রামের নিধান আলীর ছেলে হাঁস ব্যবসায়ী আব্দুল কাদিরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন নিহত কাদির মিয়ার স্ত্রী হাফিজা খাতুন বাদী হয়ে একই গ্রামের শফিক মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

পরে এ ঘটনায় মামলা দায়ের পর থেকে পুলিশের গ্রেফতারের ভয়ে আসামির বাড়ি ঘর পুরুষ শূন্য হয়ে পড়েছিল। পরে আসামিরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় আসে।

শুক্রবার সকালে এ নিয়ে আবারও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলেন- রাহেলা খাতুন, ছালেখা, খাতুন, মর্জিনা বেগম, সুলতানা বেগম, আব্দুল লতিফ, নুরুন্নেছা, কামাল মিয়া, সফু মিয়া, আনজুমানাআরা বেগম, টেনু মিয়া, সাহেনা বেগম, রাসেল মিয়া, নূরউদ্দিন, কুতুব উদ্দিন।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

Bootstrap Image Preview