Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিরিরবন্দরে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৪:০৬ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৪:০৬ PM

bdmorning Image Preview


দিনাজপুরের চিরিরবন্দরে আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই স্কুলের সিনিয়র শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার শিক্ষক মুকুল বাবু জেএসসি পরীক্ষার খাতা দেখার কথা বলে সকাল ৮টা ৪৫ মিনিটে স্কুলে ওই ছাত্রীকে ডেকে নেয়। ছাত্রী ঘরে প্রবেশ করলে দরজা আটকিয়ে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ছাত্রী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

পরে ওইদিন বিকেলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়। সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার জানান, বৃহস্পতিবার মুকুল বাবুর বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। দোষী সাব্যস্ত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বনী জানান, অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওই শিক্ষককের বিরুদ্ধে বরখাস্তর নির্দেশ দিয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।   
 

Bootstrap Image Preview