Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কী আছে ভারতের শক্তিশালী স্যাটেলাইট ‘বিগ বার্ডে’ ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মহাকাশে থাকা ভারতের স্যাটেলাইটগুলোর মধ্যে এবারই সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট প্রেরণ করেছে ভারত। এ স্যাটেলাইটের নাম জিস্যাট-১১। এ উপগ্রহ মহাকাশে থাকা ভারতের অন্য ৩০টি উপগ্রহের সমকক্ষ। এটি সফলভাবে বুধবার পৃথিবীর কক্ষপথে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

‘বিগ বার্ড’ নামে অভিহিত স্যাটেলাইটটি দক্ষিণ আমেরিকার একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে প্রেরণ করা হয়।

এ মহাকাশ যানের ওজন ৫ হাজার ৫৮৪ কিলোগ্রাম। এটি মহাশূন্যে পাঠানো ভারতের সবচেয়ে ভারী উপগ্রহও বটে, জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জি স্যাট-১১, যাকে বিজ্ঞানীরা ডাকছেন ‘বিগ বার্ড’ নামে, বানাতে খরচ হয়েছে প্রায় ৬০০ কোটি রুপি। তার জীবনকাল ১৫ বছর, এমনটাই জানাচ্ছে ইসরো। এই মুহূর্তে আকাশে ভাসমান সবকটি ভারতীয় কৃত্রিম উপগ্রহের ক্ষমতা যোগ করলে যা হয়, তার থেকেও বেশি ক্ষমতা ‘বিগ বার্ড’-এর।

এটি চালু হলে ভারতের অধিকাংশ বিমানেই মিলবে ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি কেবল দিয়ে ইন্টারনেট যেখানে পৌঁছে দেয়া সম্ভব নয়, সেই সব দুর্গম জায়গাতেও পাওয়া যাবে ইন্টারনেট পরিষেবা। অর্থাৎ, আরও কার্যকরী হবে ডিজিটাল ইন্ডিয়া।

ইসরো প্রধানকে শিভান জানিয়েছেন, ‘জি স্যাট-১১ হলো পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট। সারা ভারতে ব্রডব্যান্ড পরিষেবার উন্নতিতে এই স্যাটেলাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্মের বিভিন্ন পরিষেবা এই স্যাটেলাইটের মাধ্যমে পাবে দেশের মানুষ।’

এর আগে মে মাসেও একবার বিগ বার্ড উৎক্ষেপণের চেষ্টা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছিল।

Bootstrap Image Preview