Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৭:০৭ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৭:০৭ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হিলিতে মাদকসেবনের দায়ে দুই নারীসহ ৯ জনের প্রত্যেককে ১৫ দিন করে দুই মাস পর্যন্ত মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ ডিসেম্বর) বিকালে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম এই কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- হিলির আলিহাটের তাইজুল ইসলাম (২৫), আমিরুল ইসলাম (১৯), ধাওয়া নশিপুরের আকতারুল ইসলাম (১৯), হিলির দক্ষিণ বাসুদেবপুরের মাজেদুল ইসলাম খোকন (৩৮), জিয়া মণ্ডল (৩৫), মধ্যবাসুদেবপুরের রেজাউল করিম মানিক (৩৯), নওগার জয়দেব চক্রবর্তী (২৮), গাইবান্ধার মহিদুল ইসলাম (৩২), আবু তাহের আকন্দ (২৮), বগুড়ার বিউটি বেগম (২৫), জয়পুরহাটের আফসানা মিমি (২৫)।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম বলেন, মাদকসেবনের দায়ে পুলিশ দুই নারীসহ ৯ মাদকসেবীকে আটক করে বিকালে আমার নিকট উপস্থাপন করে। এসময় মাদকসেবনের দায়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ এর খ ধারা মোতাবেক তিন জনকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড, নারীসহ ৫ জনকে ২ মাসের কারাদণ্ড এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, হাকিমপুর অর্থাৎ হিলিকে মাদকমুক্ত করতে পুলিশের এধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। যতদিন না পর্যন্ত হিলি মাদকমুক্ত হয়।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশের একটি বিশেষ টহল দল বুধবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল সেবনকালে দুই নারীসহ ৯ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নিকট উপস্থাপন করা হয়। এসময় বিচারক তাদের ১৫ দিন করে দুই মাস মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

পরে তাদের দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview