Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় শপিং মলে বিস্ফোরণে নিহত ৩, আহত ৩২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:৪০ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:৪০ PM

bdmorning Image Preview


মালয়েশিয়ায় একটি শপিং মলে শক্তিশালী বিস্ফোরণে ৩ ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ৩২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন- সেখানে কোনো প্রকার বোমার বিস্ফোরণ ঘটেনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, গ্যাস ট্যাঙ্ক লিক করায় এ বিস্ফোরণ ঘটতে পারে।

প্রাদেশিক রাজধানী কুচিং-এর প্রধান উদ্ধার কর্মকর্তা ইয়ান আব্দুল মুবিন এএফপিকে জানান, গ্রীনিচ মান সময় ০৭৩৭ টায় তাদের কার্যালয়ে এক টেলিফোন কল রিসিভ করা হয়।

তিনি বলেন, আমাদের ৩৯ জন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে দেখেন সেখানে যে বিস্ফোরণ ঘটেছে তার কারণ বোমা নয়। তবে এটি প্রদেশে চলতি বছরের ভয়াবহতম ট্রাজেডির ঘটনা। আমরা তিনটি মরদেহ উদ্ধার করি এবং আহত ২৪ জনকে কাছের হাসপাতালে ভর্তি করি।

আব্দুল মুবিন বলেন, বিস্ফোরণ সম্ভবত শপিংমলের নীচের তলার একটি দোকানে ঘটেছিল, যেটিতে সংস্কার কাজ চলছিল।

Bootstrap Image Preview