Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমি মরিনি’

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:১৭ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রেসিডেন্টের মারা যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। তাঁর জায়গায় অবিকল তাঁরই মতো দেখতে এক নকল ব্যক্তি প্রেসিডেন্ট সেজে বসে আছেন। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচুর জল্পনা ছড়ায়। ব্রিটেনে বসে থাকা প্রেসিডেন্টের কানেও খবরটা পৌঁছায়। এরপর এক ভিডিও বার্তায় তিনি জানান, তিনি বেঁচেই আছেন। কোনও ভেকধারী তাঁর জায়গা দখল করেনি।

কথা হচ্ছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারির প্রসঙ্গে। পোলান্ডে এক কনফারেন্সে যোগ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমিই আসল প্রেসিডেন্ট। আপনাদের আশ্বস্ত করছি। খুব তাড়াতাড়ি ৭৬তম জন্মদিন পালন করব।’ তবে এতেও গুঞ্জন থামেনি। সন্দিহানদের বক্তব্য, তিনিই আসল প্রেসিডেন্ট কিনা তার স্বপক্ষে তো কোনও প্রমাণ দেননি।

হঠাৎ এমন জল্পনা ছড়াল কেন? জানা গিয়েছে গত বছর প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে তিনি চিকিৎসার জন্য ব্রিটেনে ছিলেন। কী রোগে আক্রান্ত তা গোপন রাখা হয়। এরপর দেশে ফিরে আসেন। কিন্তু গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়ায় প্রেসিডেন্ট মারা গিয়েছেন। তাঁর জায়গা নিয়েছে সুদানের এক ব্যক্তি। যাঁকে অবিকল প্রেসিডেন্টের মতোই লাগে দেখতে।

প্রেসিডেন্টের অনুগামীদের মতে, এগুলি বিরোধীদের ষড়যন্ত্র। আগামী বছর ফেব্রুয়ারি মাসে নাইজেরিয়াতে ভোট। সেই নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত প্রেসিডেন্ট। তাঁকে বেকায়দায় ফেলতে বিরোধীরা এই ফন্দি এঁটেছে।

Bootstrap Image Preview