Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইংরেজিতে আদেশ দিল বিচারক,না বুঝে ব্যবসায়ীকে জেলে ভরল পুলিশ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইংরেজিতে দেয়া আদালতের আদেশ বুঝতে না পেরে ভারতের বিহার রাজ্যের পুলিশ এক ব্যবসায়ীকে জেলে ভরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।

বিচারকের নির্দেশ ছিল-সম্পত্তির হিসাব করার; কিন্তু বিহার পুলিশের ইংরেজির জ্ঞানের এমন বহর যে এক রাত হাজত খেটে তার মাসুল দিলেন মিষ্টি ব্যবসায়ী নীরজ কুমার। খবর আনন্দবাজার পত্রিকার। পুলিশের ভুল ভাঙল পরের দিন আদালতে ওই আসামিকে আবার পেশ করার পর। বিহারের জেহানাবাদে গত ২৫ নভেম্বরের ওই ঘটনা।

বিবাহবিচ্ছেদের মামলায় স্ত্রী রেণু দেবীকে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেয়ার কথা ছিল মিষ্টি ব্যবসায়ী নীরজ কুমারের। প্রতিশ্রুত ওই টাকা দিতে না পারায় তার স্ত্রী ফের আদালতের দ্বারস্থ হলে আদালত নীরজের অস্থাবর সম্পত্তি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে।

বিচারকের নির্দেশের কপিতে ইংরেজিতে লেখা ছিল-‘ডিসট্রেস ওয়ারেন্ট’ অর্থাৎ সম্পত্তির হিসাব করার নির্দেশ।

কিন্তু আদেশনামায় ‘ওয়ারেন্ট’ শব্দটি থাকাতেই পুলিশ মনে করে সেটি ‘অ্যারেস্ট ওয়ারেন্ট’ অর্থাৎ ‘গ্রেফতারি পরোয়ানা’।

স্বাভাবিকভাবেই নীরজ কুমারকে ধরে এনে হাজতে ভরে রাখে পুলিশ। পরের দিন তাকে আবার আদালতে হাজির করা হলে পুলিশের ইংরেজির ভুল ভাঙিয়ে দেন বিচারক।

Bootstrap Image Preview