Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইনুর ৩ টি গাড়ি থাকলেও নেই কোনো বাড়ি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৫:১১ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৫:১৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর ৩টি গাড়ি থাকলেও নিজের নামে কোনো বাড়ি বা ফ্ল্যাট নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কার্যালয় ও সহকারী রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া যায়। হলফনামা অনুযায়ী হাসানুল হক ইনুর নিজের নামে কোনো বাড়ি নেই।

হলফনামায় হাসানুল হক ইনু উল্লেখ করেন, তার পেশা রাজনৈতিক কর্মী ও প্রকৌশলী।

দশম সংসদ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া তথ্য অনুযায়ী, গত ৫ বছরে ইনুর আয় বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি তার স্ত্রীর সম্পদের পরিমাণও বেড়েছে অনেক। বর্তমানে ইনুর নগদ টাকা আছে ৫০ লাখ ৬৬ হাজার ৩৮৬ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ ৪৪ লাখ ৫১ হাজার ৪৮০ টাকা। শেয়ার ও পোস্ট অফিস মিলিয়ে আছে ৬ লাখ ৪০ হাজার টাকা।

ইনুর স্থাবর সম্পদের মধ্যে আছে ১ কোটি ৮১ লাখ ২ হাজার ৩০৯ টাকা মূল্যের ৩টি গাড়ি। তবে নিজের নামে কোনো বাড়ি বা ফ্ল্যাট নেই। রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট রয়েছে তার। আসবাবপত্র আছে ১ লাখ ৫৫ হাজার টাকার। স্বর্ণ আছে ২৫ ভরি। মামলা আছে দুটি। একটি পল্টন থানায় চলমান। আরেকটি মামলা নিষ্পত্তি হয়ে গেছে।

হলফনামা অনুযায়ী, ইনুর আয়ের বড় অংশ আসে ব্যবসা, বেতনভাতা, ব্যাংকের লভ্যাংশ ও টিভি টকশো থেকে। ইনুর ব্যবসা প্রতিষ্ঠান শম কম্পিউটার্স লিমিটেড থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ৪৪ হাজার ১২৯ টাকা। বেতনভাতা থেকে ইনুর আয় ২৩ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা। টিভি টকশো ও ব্যাংক সুদ থেকে পান ৩ লাখ ৮৯ হাজার ৯১৪ টাকা।

Bootstrap Image Preview