Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে রেলওয়ের ২ ভুয়া কর্মকর্তা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে রেলওয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে সিএমপির ডবলমুরিং থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে রেলওয়ের কাগজপত্রসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

রবিবার (২ ডিসেম্বর) রাতে নগরের আগ্রাবাদ এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের বাউনিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. রাসেল মিয়া (২২) ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকার আইনাল হকের ছেলে এসএম মনিরুজ্জামান (২৭)। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামীয় ১২টি সিল, ২০১২ সালের কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৩৩ জনের একটি তালিকা জব্দ করা হয়েছে।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বলেন, গ্রেফতার হওয়া দুই প্রতারক রাসেল মিয়া ও  মনিরুজ্জামান নিজেদের রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করছিল। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের টার্গেট করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতানোর চেষ্টা করছিল তারা। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
  

Bootstrap Image Preview