Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে ছয় জনের মনোনয়নপত্র বাতিল

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৭:০৬ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৭:০৬ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য লক্ষ্মীপুরের চারটি নির্বাচনী আসন থেকে ৪৬ জন মনোনয়নপত্র দাখিলকারীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ রবিবার মনোনয়নপত্র যাছাই-বাচাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এছাড়াও তিন প্রার্থীর মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

ঋণ খেলাপির কারণে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের বর্তমান এমপি লায়ন এম এ আউয়াল, লক্ষ্মীপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্যাহ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন, মো. মাহবুব আলমের মনোনয়নপত্র বাতিল হয় ।

এদিকে ভোটার তালিকায় স্বাক্ষরে মিল না থাকায় লক্ষ্মীপুর-২ আসনে জেলা জামায়াত আমীর স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন ভূইয়া ও আবুল ফয়েজ ভূইয়া ফরম বাতিল ঘোষণা করা হয়।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১১ জনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় জেএসডি প্রার্থী এ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলালের মনোনয়নপত্র স্থগিত করা হয়।

অপরদিকে, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ১০ জন মনোনয়নপত্র দাখিলকারীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলটির কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ ও কেন্দ্রীয় তাঁতী দলের সহসভাপতি আবদুল মতিন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদের মধ্যে মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আবদুল মতিন চৌধুরীর এবং কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হয়েও ওই পদ থেকে পদত্যাগ না করায় মাওলানা খালেদ সাইফুল্লাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। 

 

Bootstrap Image Preview