Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিম পাড়ার বিশ্বরেকর্ডে ভারত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৩:২১ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৩:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ডিম পাড়ার বিশ্বরেকর্ড করল ভারতের এক পোল্ট্রিফার্মের মুরগি। অবশ্য তা সংখ্যার দিক থেকে নয়, আকারে। আকারে এটি ছিল বিশাল। এত বড় ডিম দেখে প্রথমে বিস্মিত হয়েছিলেন ফার্মের মালিক সুজাতা দাস নিজেই।

তিনি ভেবে বসেছিলেন, তার ফার্মে হয়ত কোনো উটপাখির আগমন ঘটেছে। এটি সেই উটপাখির ডিম! কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পান সেই নারী, এখানে উটপাখি আসবে কোথা থেকে!

ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ভাবতেই পারছি না আমার মুরগি এটা পেড়েছে! ডিমটির দৈর্ঘ্য প্রায় ৫ ইঞ্চি জানান তিনি।

জি নিউজ জানিয়েছে, মুরগির সাধারণ আকারের তিনটি ডিমের সমান সুজাতার এই বড় ডিমটি। ওজনের বেলায়ও তিনটি সাধারণ ডিমের সমান।

মুরগির এতো বড় ডিম পাড়ার ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার নয়াপাড়া এলাকায়। শনিবার (১ ডিসেম্বর) সকালে সুজাতা দাস নামে এক স্থানীয় পোল্ট্রি ফার্মে মুরগির ডিম সংগ্রহ করতে যান।

তখন তিনি দেখেন, ৪টি মুরগির ডিমের সঙ্গে একটি বিশাল আকৃতির ডিমটি পড়ে রয়েছে।

বিশাল আকৃতির মুরগির ডিমকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এটি দেখার জন্য এলাকাবাসীরা ভিড় জমাচ্ছে সুজাতার বাড়িতে। এত বড় আকারের ডিম এর আগে কখনও কোনো মুরগি পেড়েছে কি না তা জানা নেই এলাকাবাসীর।

Bootstrap Image Preview