Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, জুন ২০১৯ | ১১ আষাঢ় ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বলিউডের ইতিহাস বদলে দিলেন অক্ষয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০১:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অক্ষয়ই হলেন বলিউডের প্রথম অভিনেতা,যাঁর সিনেমা প্রথম দিনে বক্স অফিসে ১০০ কোটির ঘরে পৌঁছাল।বলিউড তারকা অক্ষয় কুমার ও দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত অভিনীত ‘২.০’ বক্স অফিসে রেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার মুক্তি পায় বহুল প্রতীক্ষিত এ ছবি। কোনো উৎসব ও সাপ্তাহিক ছুটি ছাড়াই ছবিটি মুক্তি পায়। তবু মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী এ ছবির বক্স অফিস সংগ্রহ ১০০ কোটি রুপির বেশি।

গণেশ চতুর্থীতে টিজার বেরোনোর পর বিশাল বাজেটের এ সায়েন্স ফিকশন ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয়।বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ‘২.০’। গতকাল সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছিল, হিন্দি, তামিল ও তেলেগু ভার্সন মিলিয়ে প্রথম দিন এ ছবিটি আয় করেছে ৭০ কোটি রুপি। তবে বিশ্বব্যাপী হিসাবের পুরোটা সেখানে আসেনি। আজ বক্স অফিস ইন্ডিয়া জানিয়েছে, ১০০ কোটির বেশি সংগ্রহ করেছে ‘২.০’।

বক্স অফিস ইন্ডিয়ার তথ্যমতে, শুধু ভারতেই প্রথম দিন এই ছবিটি আয় করেছে ৮০ কোটি রুপি (সব ভার্সন মিলিয়ে)। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশেও ছবিটি মুক্তি পায়। সিনেব্যবসায় বিশেষজ্ঞ রমেশ বালার তথ্যমতে, ‘প্রথম দিন অস্ট্রেলিয়ায় সংগ্রহ ৫৯ লাখ রুপি, যুক্তরাষ্ট্রে ২.৪৩ কোটি রুপি ও নিউজিল্যান্ডে ১১.১১ কোটি রুপি সংগ্রহ করেছে ‘২.০’।’

যদিও এখনো বিভিন্ন দেশ থেকে সংগ্রহের পরিমাণ আসা শুরু করেছে, রমেশ নিশ্চিত করেছেন, বিশ্বব্যাপী বক্স অফিসে মোট সংগ্রহ ১০০ কোটি রুপি ছাড়িয়েছে।

বলিউড অভিনেতা হিসেবে এই মাইলফলক ছোঁয়ার একমাত্র অধিকারী হলেন মিস্টার খিলাড়ি অক্ষয়। ভালো অর্জন দিয়েই চলতি বছর শেষ করলেন অক্ষয়। এ বছর তাঁর অভিনীত ‘গোল্ড’ বক্স অফিসে হিট করে। তবে ‘প্যাডম্যান’ গড় ব্যবসায় করে।

 

Bootstrap Image Preview