Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্ষমতায় এসে তৃণমূলকে দেখে নেওয়ার হুমকি বিধায়ক দিলীপ ঘোষের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:২৫ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি  হওয়ার পর থেকে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন বিধায়ক দিলীপ ঘোষ। কখনো  কখনো তা শালীনতার মাত্রাও ছাড়িয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ থেকে  শুরু করে  রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের  হয়েছে। তার পরেও বেফাঁস মন্তব্য  করা  বন্ধ করেননি দিলীপ।

পুরুলিয়ায় শুক্রবার আবার কার্যত  হুমকি দিলেন তিনি। ক্ষমতায় এসে তৃণমূলকে দেখে  নেওয়ার হুমকি দেন দিলীপ। শুধু তাই নয় তৃণমূলের ছত্রছায়ায় থেকে যারা   ‘অন্যায়  করছে' তাদের  বুঝে নেওয়ার কথাও বলেন।

পাশাপাশি জানিয়ে দিলেন তাদের একমাত্র  ঠিকানা জেল। তার  কথায়, আমরা  সন্ত্রাসে বিশ্বাস  করি না। কিন্তু তৃণমূল যেভাবে সাধারণ মানুষকে অত্যাচার করছে, গণতন্ত্রকে হত্যা করছে; তার  বিরুদ্ধে  আমাদের কিছু করতেই হবে। সেটা  না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না।

তিনি আরো বলেন, বদল নয়, লাল কালিতে লিখে যাচ্ছি, সবকিছুর বদলা নেব। রাজ্যের রাজনৈতিক পালা বদল হলে তৃণমূলের লোকদের কোমরে দড়ি  বেঁধে বের করবে  পুলিশ।

Bootstrap Image Preview